যখন চেয়েছি তারে,আসেনি সে কোন কালে!ভুল করেই ভুলের পুনরাবৃত্তি ঘটেছে,শুধু যে বারে বারে।ভালোবাসায় ভুল কি ছিল? শুধাইও ঐ নদীর পাড়ে পাখিরাও ভুল করে ফিরে আসেঅতিথি হয়ে; বারংবার মনটা কাড়ে!তুমিও তো অতিথি ছিলে,এলে নাভালোবেসে আসলে প্রয়োজন ফুরিয়ে গেলেনিজ ছায়াও থাকে না...
এই তো আছি বেশ,জীবনের পড়ন্ত বেলায় যদি কখনো দেখা না হয় মুছে নিও কিছু স্মৃতির রেশভুলে যেও কিছু প্রেম, কিছু গল্পের খুনসুটি কিছু মায়ার বাঁধনে গেঁথেছিলাম যত লুটোপুটিযদি দেখা হয়,হারিয়ে যাওয়া ফাগুনের প্রথম প্রহরনিশিতা চাঁদের আলোয় গল্প শুনে ভেসে যেত...
হৃদয়ে ঝড় তুলে এসেছে এক ঝড়ো হাওয়া;শিহরিত আঙুলের ডগায় ঝুলে আছেমধ্যমা রাতের এক স্মৃতিময় অতীত!পোড়া শাড়ীর আঁচলে গুজে রাখা চিঠিতে চোখ বুলিয়ে কেঁদে উঠে হৈমন্তীনি।মায়ের মমতায় কেটে গেছে কত প্রহেলিকা রাত। গাঁয়ের মেঠোপথ এঁকে গেছে তার সোনালী যৌবন বিরহের কাব্যে...